শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তবে এই সময়ের মধ্যে এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তাদের মধ্যে পাঁচজন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকিরা ঢাকার বাইরে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গু আক্রান্ত ১৮ জন, মৃত্যু নেই
বর্তমানে রাজধানীতে ৫০ জনসহ মোট ১৩৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
গত বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন। ডেঙ্গুতে প্রাণহানির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টির বছর ছিল এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন সুস্থ হয়েছেন।
এ ছাড়া গত বছরের সেপ্টেম্বর মাস ছিল ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস। সেসময় ৩৯৬ জনের মৃত্যু এবং ৭৯ হাজার ৫৯৮ জন আক্রান্ত হয়েছিল।