থানার কার্যক্রম ফেরাতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দেশের প্রতিটি থানায় ‘নাগরিক নিরাপত্তা কমিটি’ গঠনের জন্য সব জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে জনগণের অংশগ্রহণ বাড়ানোই হবে এই কমিটির মূল লক্ষ্য। এ লক্ষ্যে কমিটি কর্মপরিকল্পনা প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
কমিটির আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কমিটির সদস্যরা যৌথ টহলের মাধ্যমে সহিংসতা, চুরি ও ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবেন।
এলাকায় বিদ্যমান সামাজিক সংঘাত যেমন: ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি নিরসনে নিবিড় ব্যক্তিগত যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: আরও ১৭৭ থানার কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর
স্থানীয় জনসাধারণের জানমাল, দালানকোঠা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় নিয়মিত মনিটরিং করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার মাদক, উচ্ছেদ ইত্যাদি সমস্যা সমাধানে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বিভিন্ন স্থানীয় ধর্মীয় এবং রাজনৈতিক দল ও উপদলের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানোর লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হবে।
স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা কমিটির আকার নির্ধারণ করবেন বলে পুলিশ সদর দফতর জানিয়েছে।
আইনজীবী বা বিচারক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, জ্যেষ্ঠ নাগরিক, স্থানীয় রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি সংগঠনের সভাপতি/সচিব, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী এবং এনজিও প্রতিনিধি এসব কমিটির সদস্য হবেন।