বাংলাদেশের দুটি এনজিওকে ১৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা) অনুদান দিয়েছে জাপান।
অনুদান পাওয়া এনজিও দুটি হলো- এসকেএস ফাউন্ডেশন ও গুড নেবারস বাংলাদেশ।
জাপান দূতাবাসে গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) জন্য 'অনুদান চুক্তি'তে সই করেন জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও দুই প্রতিষ্ঠানের প্রতিনিধি।
গাইবান্ধা জেলার এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চক্ষু চিকিৎসা সরঞ্জাম ক্রয় প্রকল্পের জন্য এসকেএস ফাউন্ডেশনকে ৮২ হাজার ২৭ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে। জিজিএইচএসপি তহবিলের সহায়তায়, এসকেএস ফাউন্ডেশন নির্দিষ্ট অঞ্চলে মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যে চোখের রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদানের জন্য দুটি চক্ষু চিকিৎসা সরঞ্জাম (একটি অপটিক্যাল কোহরেন্স টমোগ্রাফি এবং একটি ভিজ্যুয়াল ফিল্ড অ্যানালাইজার) সংগ্রহ করবে।
আরও পড়ুন: বৃত্তিমূলক প্রশিক্ষণ সুবিধা প্রকল্পে জাপানের ৬৯ লাখ টাকা অনুদান
গুড নেবারস বাংলাদেশ বরগুনা জেলায় সুপেয় পানি সরবরাহ সুবিধা নির্মাণ প্রকল্পের জন্য অনুদান হিসেবে ৫৩ হাজার ৪৮১ মার্কিন ডলার পেয়েছে। জিজিএইচএসপি'র অর্থায়নে গুড নেবারস বাংলাদেশ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ ও টেকসই সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার উন্নতির জন্য একটি সুপেয় পানি সরবরাহ সুবিধা নির্মাণ করবে। নির্বাচিত এসব এলাকার মানুষ বর্তমানে সম্প্রদায়ের কূপ এবং পুকুর থেকে অনিরাপদ খাবার পানি এবং দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহ করছে।
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানব নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাপান ১৯৮৯ সাল থেকে গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) মাধ্যমে ২১৫টি এনজিও প্রকল্পকে সহায়তা করেছে। এখন পর্যন্ত বাংলাদেশের এনজিওগুলোকে প্রদত্ত এই জিজিএইচএসপি অনুদানের পরিমাণ প্রায় ১৬ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: হবিগঞ্জে জাপানি অনুদানের প্রকল্প এলাকা পরিদর্শন রাষ্ট্রদূতের