দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের গুজব যাতে বিঘ্নতার সৃষ্টি না করতে পারে সেজন্য অনলাইন কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাইবার ইউনিট।
ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করে র্যাব জোর দিয়ে বলেছে যে, তারা সম্পূর্ণ সচেতন এবং প্রস্তুত।
বুধবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীর দুর্গাপূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক এ কে এম সাহিদুর রহমান।
তিনি বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই এর সঙ্গে জড়িত নয়, দেশের ১৭ কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। কোনো অসাধু গোষ্ঠী বা অপরাধী আমাদের যৌথ প্রচেষ্টাকে ব্যাহত করার সুযোগ পাবে না।’
আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় সেনাসহ অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করেছে র্যাব: সদর দপ্তর
তিনি জানান, দুর্গাপূজার প্রস্তুতি হিসেবে গত ১ অক্টোবর থেকে র্যাবের গোয়েন্দা অভিযান চলছে। এবার পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও কোস্টগার্ডও নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
র্যাবের ১৫ ব্যাটালিয়ন এবং র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম দেশের বিভিন্ন পূজা মন্ডপগুলোতে সক্রিয়ভাবে মনিটরিং করছে।
আরও পড়ুন: কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গাফিলতির অভিযোগ অস্বীকার র্যাবের