ইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতে সাজাপ্রাপ্ত যারা বিদেশে থাকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার জোরালো পদক্ষেপ নেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আমরা আরও জোরদার করার চেষ্টা করব।’
মন্ত্রী বলেন, ড. ইউনূসকে আইনের বিধান মেনেই সাজা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এ মামলার যতটুকু কাগজপত্র দেখেছি, আমি বলতে পারি, আইন অনুযায়ী বিচার হয়েছে। এর বেশি কিছু বলব না।’
শিক্ষা নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন।’
তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে শ্রম আইন পাস হবে।
এর আগে সকালে আওয়ামী লীগের গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে আখাউড়ায় যান আনিসুল হক।