কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মাঝে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটিও হবে কি না, আগামীকাল (বুধবার) জানা যাবে।
মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হবে কি না বুধবার জানা যাবে। (সহিংসতায়) অনেক পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করা প্রয়োজন।’
‘এছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে। ব্যস্ততার কারণে আমরা এ নিয়ে এখনও বসতে পারিনি। বুধবার নোটিশ দিয়ে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, চলতি গত ৩০ জুন থেকে শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদরাসা বোর্ডের অধীনে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা শুরু হলে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে গত ১৮ জুলাই প্রথম এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতির আরও অবনতি হলে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষাও স্থগিত করা হয়। সবশেষ তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত থাকা সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।