ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী, পরিবারের সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (১৩ আগস্ট) এই নির্দেশনা দেয় ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা ও তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা যেকোনো লেনদেন আগামী ৩০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিএফআইইউ'র ওই নির্দেশনায়।
আরও পড়ুন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।
এছাড়া নির্দেশনা জারির তিন কার্যদিবসের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হিসাব খোলার ফরম, কেওয়াইসি ডকুমেন্টস ও লেনদেনের বিবরণের নথিসহ বিস্তারিত হিসাবের তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: সাবেক দুই মন্ত্রী সাইফুজ্জামান-আরাফাতের হিসাব জব্দ