পহেলা বৈশাখ উদযাপনে র্যাবের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জনগণকে আশ্বস্ত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
শনিবার (১৩ এপ্রিল) পহেলা বৈশাখের নিরাপত্তার বিষয়ক এক ব্রিফিংয়ে নিজেরদের প্রস্তুতির কথা জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার পর্যবেক্ষণ তথ্য-উপাত্ত এবং অন্যান্য উৎস নিয়ে বিস্তারিত পর্যালোচনা করে র্যাব উৎসবকে লক্ষ্য করে সুনির্দিষ্ট কোনো হুমকি শনাক্ত করতে পারেনি।
আসন্ন কোনো হুমকি চিহ্নিত না হলেও সম্ভাব্য জঙ্গি তৎপরতা মোকাবিলায় র্যাব বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানান তিনি।
মহাপরিচালক অনলাইনে উৎসবের আমেজ বিঘ্নিত করতে পারে এমন গুজব বা মিথ্যা তথ্য প্রচার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে র্যাবের সাইবার টিমের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন।
নিরাপত্তা জোরদার করতে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে র্যাব। উপস্থিত সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব বদ্ধপরিকর। কেউ প্রতারণামূলক কর্মকাণ্ডের সম্মুখীন হলে বা সন্দেহ হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব সদস্যদের কাছে রিপোর্ট করার পরামর্শ দেন খুরশিদ হোসেন।
ঢাকায় বোমা নিস্ক্রিয়করণ ইউনিট ও কে-নাইন স্কোয়াড মোতায়েনসহ অনুষ্ঠানের সকল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলে নিশ্চিত করেন তিনি।
নাগরিকরা যাতে নির্বিঘ্নে সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করতে পারে, সেজন্য কঠোর নিরাপত্তা প্রস্তুতির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনের একটি নিরাপদ পরিবেশ প্রদান করবে র্যাব।