ব্রাজিল সরকার ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে স্বীকৃতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- উভয় দেশের উন্নয়ন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে ব্রাজিল বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে অত্যন্ত জোরদার হয়েছে। ২০২৩ সালের আগস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।
এতে আরও বলা হয়, ২ দেশের মধ্যে দ্বিতীয় 'ফরেন অফিস কনসাল্টেশন' ২০২৩ সালে ব্রাসিলিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। গত বছর পক্ষীয় বাণিজ্য ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন : মুখপাত্র