কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চালানো তাণ্ডবে সাভার ও রংপুরের মৎস্য ও প্রাণিসম্পদ অফিসে অগ্নিসংযোগে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: পদ্মা সেতু প্রতিবাদের ভাষা, বাঙালির উন্নয়নের প্রতীক: প্রাণিসম্পদমন্ত্রী
সহিংসতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের সাভারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অফিসে ভাঙচুর করা হয়েছে। ভবনে ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়েছে। মোট কথা সেখানে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। আমাদের অফিস পুড়িয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরুপণ করা সম্ভব হয়নি। সে বিষয়ে শিগগিরই আমরা জানতে পারব। এছাড়া আমাদের রংপুর অফিসও পুড়িয়ে দিয়েছে।’
জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করতে কেউ সাহস না পায়। এরই মধ্যে দুই স্থানেই মামলা করা হয়েছে।’
আরও পড়ুন: কোটা আন্দোলনের সফলতা অর্জনে ছাত্রদের উৎসব করা উচিত: প্রাণিসম্পদমন্ত্রী