বৃহস্পতিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এ সময় তাদের বিরুদ্ধে রমনা থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জামশেদুল ইসলাম। অপরদিকে, তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করেন। আর রিমান্ড শুনানি সাধারণ ছুটির পর পূর্ণাঙ্গ কেস ডকুমেন্টসসহ অনুষ্ঠিত হবে বলে জানায় আদালত।
আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে মিনহাজ ও দিদারুলকে আটক করে র্যাব-৩। বুধবার সন্ধ্যায় রমনা থানায় তাদের হস্তান্তর করা হয়। এ সময় সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে রমনা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
র্যাবের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক গত ৫ এপ্রিল রমনা থানায় ১১ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে মিনহাজ ও দিদারুল ছাড়াও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মোস্তাক আহমেদ রয়েছেন।
মঙ্গলবার কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মোস্তাককে লালমাটিয়ার বাসা থেকে আটক করে র্যাবের একটি দল। বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাহমুদা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তথ্য অনুসারে, আসামিরা একটি ফেসবুক পেজে ‘আই এম বাংলাদেশি’ নামে সরকারের বিরুদ্ধে মিথ্যা ও গুজব তথ্য পোস্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।