স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বনানী-কাকলী মোড়ে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, রবিবার বিকাল ৩টা ১০ মিনিটে সড়কটি অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের কথা বলা হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। তাদের দুইটি বিভাগ ডিসেম্বরের মধ্যে সেখানে শিফট করার কথা থাকলেও, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি ৩০০ ফুট জমি বিক্রি করার চেষ্টা করছে। এছাড়া, প্রতি মাসে বোর্ড সদস্যরা তাদের গাড়ির খরচ হিসেবে ৬৫ হাজার টাকা নিচ্ছেন, যা শিক্ষার্থীদের টাকার হিসেবেই বের হচ্ছে।
আরও পড়ুন: ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ
তারা জানান, পূর্ববর্তী সময়ে সিনিয়ররা এই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সংগ্রাম করলেও আজও ক্যাম্পাসে যেতে পারেননি তারা। এছাড়া, কিছু বোর্ড সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন এবং তারা (শিক্ষার্থীরা) এই টাকা ফেরত চান।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা গতকালও বনানীতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন। আজও তারা স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে আন্দোলন করছেন।