ঢাকার ইএমকে সেন্টারে একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনারস (এডব্লিউই) কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিভেন এফ. ইবেলি।
এডব্লিউই হলো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি বৈশ্বিক উদ্যোগ। এর মাধ্যমে উদ্যোগী নারীদের ব্যবসা শুরু ও সফলভাবে সম্প্রসারণের জন্য অত্যাবশ্যকীয় জ্ঞান, পেশাদার নেটওয়ার্ক ও মৌলিক উপকরণগত সহায়তা দেওয়া হয়।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের সহযোগিতায় উদ্যমী তরুণ নারী উদ্যোক্তাদের সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) প্রসারে কাজ করছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। স্থানীয় নারী ব্যবসায়ী নেতা, বিশেষ করে অবহেলিত ও পিছিয়ে থাকা সম্প্রদায়ের নারীদের ক্ষমতায়ন ও সহযোগিতার জন্য কাজ করছে এটি।
আরও পড়ুন: ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণ কাজ শুরু
বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তাকে সহযোগিতা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও সুপরিচিতি কার্যক্রম এডব্লিউই। এটি বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রণীত ‘গ্লোবাল উইমেনস ইকোনমিক সিকিউরিটি’ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হচ্ছে। এতে এই কৌশলের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়। এর মাধ্যমে এমন একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে বৈচিত্র্যময় পটভূমি থেকে আসা নারীরা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে সম্পৃক্ত হয়ে সক্রিয় ও সমানভাবে অবদান রাখতে ও উপকৃত হতে পারেন।
এডব্লিউই কার্যক্রমের দ্বিতীয় ব্যাচে বাংলাদেশের ৩টি সুনির্দিষ্ট ভৌগোলিক এলাকার (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) মোট ৯০ জন অংশ নিচ্ছেন।
চট্টগ্রাম ও সিলেটের অংশগ্রহণকারীরা ইএমকে সেন্টারে আয়োজিত অধিবেশনগুলোতে অনলাইনে জুম মিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হবেন।
এই বছরের কার্যক্রমে অংশগ্রহণকারী নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে পিছিয়ে থাকা, আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে না পারা ২০ থেকে ৪৫ বছর বয়সী নারীদের যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: পিটার হাসকে হুমকির বিষয়ে সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে: মার্কিন দূতাবাস