বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্বামী, তিন ছেলে, নাতি ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তিনি কিডনি-ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন তহুরা বেগম।
চৌগাছার গরিবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক নোমানীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তহুরা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির মিডিয়া সেল।