মহামারি মোকাবিলায় ভ্যাকসিনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন ভ্যাকসিনকে 'গ্লোবাল পাবলিক গুডস' ঘোষণা করার মাধ্যমে সবার কাছে সাশ্রয়ী ও সহজলভ্য করার ওপর জোর দিয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ‘সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবররীন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, বুধবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি জে. ব্লিঙ্কেনের আয়োজনে অনুষ্ঠিত ভার্চুয়াল কোভিড-১৯ গ্লোবাল অ্যাকশন প্ল্যান (জিএপি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
আব্দুল মোমেন ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের মত দেশগুলোকে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার (আইপিআর) এবং প্রযুক্তি স্থানান্তরের জন্য উপযুক্ত বিধানের মাধ্যমে ভ্যাকসিন তৈরির নিজস্ব সক্ষমতা বিকাশে উন্নত দেশগুলোর নৈতিক প্রতিশ্রুতির আহ্বান জানান।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ধার দেয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
এসময় পররাষ্ট্রমন্ত্রী করোনা মহামারি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের কথা তুলে ধরেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড হেলথ সিকিউরিটি বিভাগের সমন্বয়ক মেরি বেথ গুডম্যান বৈঠকটি সঞ্চালনা করেন এবং মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন উদ্বোধনী বক্তব্য দেন।
পরবর্তীতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাসসহ আরও ২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।
আরও পড়ুন: জি-টোয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ বাংলাদেশের জন্য বড় সম্মানের বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, মেসিকে সঙ্গে আনতে বলেছি: মোমেন