রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৩টা ২ মিনিটে তিনি পদত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য কার্যালয়ের সচিব মীর শাহজাহান আলী জাকির।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপউপাচার্যকে ২৪ ঘণ্টার সময় দিয়ে পদত্যাগের আল্টিমেটাম দেওয়ার পর পদত্যাগ করেন উপাচার্য।
এদিকে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল ইসলাম জানান, ইতোমধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর অধিকাংশ কর্মচারী বুধবার অনুপস্থিত থাকায় তিনি এখনও তা গ্রহণ করেননি।
আরও পড়ুন: ক্যাম্পাসে শিক্ষার্থীদের গ্রেপ্তারে রাবি শিক্ষকদের বাধা