শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে লবণবাহী ৪ ট্রলারডুবি
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মাঝেরচর এলাকায় যাচ্ছিল। ট্রলারটিতে সাতজন পুরুষ ও চারজন নারী ছিলেন। ট্রলারটি মাঝ নদীতে এলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। পরে চারজন পুরুষ ও চার নারীকে উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। উদ্ধার হওয়া সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে ওসি পুষ্পেন দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি