দুপুর ২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯-এর নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম এবং শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বার্তাসংস্থা ইউএনবিকে বলেন, মঙ্গলবার থেকে এই ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর লক্ষ্যে ইতোমধ্যে বিশ্ববদ্যিালয়ের পিসিআর ল্যাবের প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ল্যাব পরিচালনার জন্য শিক্ষকদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। গত এক সপ্তাহ থেকে আমাদের শিক্ষকরা এটি পরিচালনার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। ২২ থেকে ২৩ জনের একটি টিম তৈরি করা হয়েছে।
ল্যাবের নিরাপত্তা ব্যবস্থায় ডবল বায়োসেইফটি কেবিনেট ব্যবহার করা হয়েছে, যা দেশের অন্যান্য ল্যাবগুলোতে একটা ব্যবহার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ই’ এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২২৫ নম্বর কক্ষে এ ল্যাব চালু হয়েছে।
শাবির এই ল্যাবে প্রথম দুই দিনে ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে পরবর্তীতে প্রতিদিন ২০০টির মতো নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানা গেছে। এই ল্যাবটি পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ (জিইবি)।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ দেখা দেয়ার পর গত ৭ এপ্রিল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৯ এপ্রিল শাহজালাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়কে করোনা শনাক্ত করার জন্য পিসিআর ল্যাব চালুর অনুমোদন দেওয়া হয়।
সিলেটে কেবল একটি ল্যাব থাকায় নমুনা পরীক্ষায় ফল পেতে অনেকটা সময় লেগে যাওয়ায় নমুনা জট কমাতে কিছুদিন পরপর ঢাকায় নমুনা পাঠানো হয়। শাবির এই ল্যাব চালু হওয়ায় এ সংকট দূর হবে বলে সংশ্লিষ্টরা জানান।