পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পদত্যাগের পর ঢাকা ত্যাগ করে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছান তিনি।
ভারতের সংবাদপত্র হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ ও প্রস্থানের পর ভারত-বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত কর্তৃপক্ষ। নিরাপত্তা তদারকি করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে পৌঁছেছেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক।
আরও পড়ুন: বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা
এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে দেশ ছেড়েছেন, যা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের লক্ষণ।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছে যাব। সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞ চালিয়ে কিছুই অর্জিত হবে না। প্রতিটি মৃত্যুর তদন্ত করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, 'সবার সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।’
আরও পড়ুন: দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান