সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় তার বাসায় অভিযান চালিয়ে এই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়।
সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন সাংবাদিকদের বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে সেনাক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।
১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল লতিফ বিশ্বাস। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
তবে গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে তিনি হেরে যান। নির্বাচনের পর থেকে দলীয় কর্মকাণ্ড থেকে একরকম নীরব অবস্থানে ছিলেন তিনি।