সার্ক সাংস্কৃতিক কেন্দ্রের উপপরিচালক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোর সার্ক কালচারাল সেন্টার থেকে এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, জুলকারনাইনকে ২০২৪ সালের ১ আগস্ট থেকে তিন বছরের মেয়াদে উপপরিচালক (প্রোগ্রাম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ার জনগণকে আরও কাছাকাছি আনতে এবং দক্ষিণ এশিয়ার স্বতন্ত্র পরিচয় রক্ষায় সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানদের সিদ্ধান্তের ভিত্তিতে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল।
সার্ক সদস্য দেশগুলোর শৈল্পিক সম্প্রদায়ের জন্য একটি প্রধান মিলনস্থল হিসাবে কাজ করার উদ্দেশ্যে কেন্দ্রটি করা হয়েছে।
কেন্দ্রটি বিভিন্ন ক্ষেত্রে আগ্রহী ব্যক্তি ও গোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং শর্তাদি সরবরাহ করবে। যাতে তারা অনুকূল পরিবেশে মিলিত হতে পারে এবং যোগাযোগ করতে পারে।
আরও পড়ুন: সার্ক চেম্বারের সভাপতি হচ্ছেন এফবিসিসিআই সভাপতি
সার্ক এজেন্ডা ফর কালচারের বিধান অনুযায়ী নৃত্য, সংগীত, নাটক, থিয়েটার, পুতুলনাচ এবং লোক সংস্কৃতির মতো পারফর্মিং আর্টের পাশাপাশি চিত্রকলা, ভাস্কর্য, চলচ্চিত্র নির্মাণ, ফটোগ্রাফি এবং সাহিত্যসহ ভিজ্যুয়াল আর্টের মতো সমস্ত ধরণের শিল্পকে পূরণ করাই এটির উদ্দেশ্য।
সার্ক কালচারাল সেন্টার সার্কের একটি অংশ। যেটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত একটি সংস্থা। সার্কের বর্তমান সদস্যরাষ্ট্র হলো-আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
জুলকারনাইন আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রের দৃষ্টিভঙ্গি এবং মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সংস্কৃতি ও ইতিহাস বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য এটি একটি ভালো সুযোগ।
আরও পড়ুন: সার্কের পরবর্তী মহাসচিব গোলাম সারওয়ার