বৃহস্পতিবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর, ২০২০-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি’ এ স্লোগান নিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর আজ থেকে শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, ‘স্যানিটেশন আন্দোলনের ফলে গ্রামে, ইউনিয়নে ও উপজেলা পর্যায়ে ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নগরায়নের ফলে দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যসম্মত সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে আমরা কখনও নিরাপদ থাকতে পারব না।’
তাজুল ইসলাম বলেন, পয়ো বর্জ্য থেকে শুরু করে সব ধরনের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলতে হবে। পরিবেশটা সবার, তাই পরিবেশের বিপর্যয় কখনও হতে দেয়া যাবে না।
হাতের মাধ্যমে অনেক রোগ জীবাণু শরীরে সংক্রমিত হয় জানিয়ে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভাপতির বক্তব্যে বলেন, বর্তমানে দেশের ৯৯ শতাংশ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে। স্যানিটেশন ব্যবস্থায় পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে বলেও জানান তিনি।
এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম বলেন, পয়ো বর্জ্যের মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, তাই এ বর্জ্যেরও সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান।