জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সফটওয়্যার তৈরির বিকল্প নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে এ দেশ সুখী, ধনী ও স্মার্ট দেশে পরিণত হবে।
বৃহস্পতিবার রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে(নারায়ণগঞ্জ) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত 'বেসিস সফটএক্সপো ২০২৩' উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদানের যোগ্য সম্মান দিতে হবে: ডেপুটি স্পিকার
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি হবে নাগরিকদের স্মার্ট করে তোলা এবং তাদের তথ্য ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বেসিস সভাপতি রাসেল টি. আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসিস সফটএক্সপো ২০২৩-এর আহ্বায়ক আবু দাউদ খান।
শিরীন শারমিন বলেন, ‘দেশের সফটওয়্যারের ওপর নির্ভরশীলতা বাড়ছে। কিন্তু নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবন আমাদের সামর্থ্যকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি একটি সফটওয়্যার সিস্টেমের আওতায় সংসদে প্রশ্নোত্তরের হার্ড কপি আনার জন্য জুনাইদ আহমেদ পলক এবং বেসিসকে ধন্যবাদ জানান।
স্পিকার বলেন, সংসদ সচিবালয়ের দাপ্তরিক কাজেও ই-ফাইলিংয়ের মাধ্যমে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।
বেসিস সদস্য, দেশি-বিদেশি আইসিটি বিশেষজ্ঞ এবং আইটি উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ