স্থানীয় সময় বিকাল ৩.৪১ মিনিটে ব্যাঙ্গালোরের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়, খবর সিনহুয়া।
আরও পড়ুন: এক রকেটে ১৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
সফলভাবে উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান কৈলাসবাদিভো শিভান বলেন, ‘পিএসএলভি-সি৫০-সিএমএস-০১ নিখুঁতভাবে নির্দিষ্ট কক্ষপথে সফল হওয়ায় আমি খুশি।’
ইসরোর তথ্য অনুসারে, সিএমএস-০১ উক্ষেপণের মাধ্যমে ভারতের স্যাটেলাইট সংযোগ রক্ষার ক্ষেত্রে পথ আরও সুগম হলো। এটি ভারতের টেলিকমিউনিকেশন পরিষেবাকে উন্নত করবে।
আরও পড়ুন: সফলভাবে ১০টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত
ইসরোর এক বিবৃতিতে বলা হয়, এ কৃত্রিম উপগ্রহটি ভারতের মূল ভূখণ্ড, আন্দামান-নিকোবর এবং লাক্ষাদ্বীপে বর্ধিত সি ব্যান্ড পরিষেবা দেবে। ফলে একদিকে যেমন টেলিভিশন চ্যানেলের দৃশ্যমানতা উন্নত হবে। তেমনই টেলিযোগাযোগ ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ও সাহায্য মিলবে।
আরও পড়ুন: মঙ্গল গ্রহের উদ্দেশে চীনের মহাকাশযান উৎক্ষেপণ
কর্মকর্তারা জানিয়েছেন, উৎক্ষেপণ হওয়া সিএমএস-০১ হলো ভারতের ৪২তম যোগাযোগ স্যাটেলাইট।
ইসরোর বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ইসরোর প্রধান।