বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বৃহত্তম শিল্প ও চিত্রকলার বায়েনাল প্রদর্শনী প্ল্যাটফর্ম ঢাকা আর্ট সামিট (ড্যাস) এর ৬ষ্ঠ আসর বাংলাদেশ শিল্পকলা একাডেমির (বিএসএ) ন্যাশনাল আর্ট গ্যালারিতে শুরু হতে যাচ্ছে।
কোভিড-১৯ মহামারির কারণে তিন বছর বিরতির পর শুক্রবার এই আসরটি শুরু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ৯ দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
ঢাকা আর্ট সামিটের পরিচালক ও সামদানী আর্ট ফাউন্ডেশনের সভাপতি নাদিয়া সামদানী এমবিই, ঢাকা আর্ট সামিট ও সামদানী আর্ট ফাউন্ডেশনের ট্রাস্টি রাজীব সামদানী এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সাকের শামীম ও অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
৯ দিনব্যাপী শীর্ষ সম্মেলনে ১৬০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীর একটি প্রাণবন্ত প্যানেলসহ দেশ-বিদেশের বিখ্যাত শিল্প সমালোচক এবং শিল্প সংগ্রাহকদের অংশগ্রহণে কর্মশালা, উপস্থাপনা, সেমিনার এবং বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তন এবং লিঙ্গ সম্পর্কের মতো বিষয়গুলো এই বছরের ইভেন্টের মূল ফোকাস হবে।
বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সামদানী আর্ট ফাউন্ডেশনের নাদিয়া সামদানী এবং রাজীব সামদানী ৬ষ্ঠ আসরের ইভেন্ট সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করেন।
আরও পড়ুন: অপূর্ব’র ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ হইচই-এ আসছে ফেব্রুয়ারিতে
রাজীব সামন্দানি ইউএনবিকে বলেন, ২০২৩ সালের ঢাকা আর্ট সামিটের থিম ‘বন্যা’। নদীমাতৃক বাংলাদেশে ‘বন্যা’ শুধু দুর্যোগের নাম নয়, আরও অনেক কিছু। তাই অল্পবয়সী মেয়েদের নাম ‘বন্যা’ (বন্যা)। এই বছরের ডিএএস-এ, 'বন্যা' (বন্যা) একটি অল্পবয়সী মেয়ের চরিত্রের মাধ্যমে উপস্থাপন করা হবে, অন্যভাবে: প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা দুর্যোগ থেকে পুনরুদ্ধার এবং পুনর্গঠন, শিশু এবং অপ্রয়োজনীয়তা সম্পর্কে প্রচলিত দ্বৈত চিন্তাধারার বিরুদ্ধে যায় এমন প্রশ্নগুলোর সঙ্গে। প্রাপ্তবয়স্ক নারী, পুরুষ এবং আরও অনেক কিছু। অংশগ্রহণকারী শিল্পীদের প্রদর্শনী এই সংযোগের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশ করবে।’
আর্ট সামিটের ষষ্ঠ আসরে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন – সুমাইয়া ভ্যালি, অ্যান্টনি গ্রোমলি, আসফিকা রহমান, বিনোদবিহারী মুখার্জি, ভাষা চক্রবর্তী, চিত্রপ্রসাদ, ড্যানিয়েল বৈদ্য, দামাসাস হাচা, ফয়সাল জামান, গাজালেহ আভারজামানি, হাবিক চুহেন, হাবিবা নওরোজ, জামাল আহমেদ, জয়দেব রোজা, জনি রুসিকা, কবির আহমেদ মাসুম চিশতি, কামরুজ্জামান সাধন, লালা রুখ, ল্যাপডিয়াং সায়েম, মেরিনা পেরেজ সিমাও, নাবিল আহমেদ, নাজমুন নাহার কেয়া, পল তাবুরেট, রূপালী গুপ্তা ও প্রসাদ শেঠি, পূর্ণিমা আখতার, রফিকুন্নবী, সাইফুদ্দিন আহমেদ, সাহেজ রাহাল, তানিয়া গয়াল, ভেরোনিকা হাপচেঙ্কো, ইয়াসমিন জাহান নূপুর, রিজভী হাসান, গণেশ পাইন প্রমুখ।
আর্ট সামিট ২০১২ সালে তার যাত্রা শুরু করে। সামদানী আর্ট ফাউন্ডেশনের সামিট আয়োজন উদ্যোগটির মূল লক্ষ্য হলো বাংলাদেশি এবং দক্ষিণ এশিয়ার শিল্পকলার সঙ্গে বিশ্বের একটি গভীর সম্পর্ক স্থাপন করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের শিল্পীদের এবং শিল্প দক্ষতা প্রদর্শন করা।
ঢাকা আর্ট সামিটের ৬ষ্ঠ আসর আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। জাতীয় আর্ট গ্যালারিতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।