ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এর সুবর্ণ জয়ন্তী উদযাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তিনটি শীর্ষস্থানীয় চলচ্চিত্র সমিতি। রবিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা গ্রুপ অন্যতম স্পন্সর হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুটি ফিল্ম সোসাইটি জহির রায়হান ফিল্ম সোসাইটি ও জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি এবং এফএফএসবির সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিনেমা সোসাইটি অনুষ্ঠানটি বয়কট করে।
জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সভাপতি নাফিস মাহমুদ ও সাধারণ সম্পাদক ভাবনা মুখার্জির সই করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির পৃষ্ঠপোষকতা গ্রহণের কারণে উৎসবটি তার নৈতিক অবস্থান হারিয়েছে।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগ সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত বিষয় হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তারা বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় হতাশা ও দুঃখ প্রকাশ করেন।
আরও পড়ুন: রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ চুক্তি জিতল বসুন্ধরা গ্রুপ
জহির রায়হান ফিল্ম সোসাইটির সভাপতি মৌটুসী জোবাইদা রহমান ও সাধারণ সম্পাদক রিফাত খান অনিক এক যৌথ বিবৃতিতে এফএফএসবির অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন।
প্রকৃতপক্ষে বাংলাদেশের অগ্রণী চলচ্চিত্র নির্মাতার নামে নামকরণ করা সোসাইটিই প্রথম এই কারণে বয়কট করেছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির বর্জনের বিবৃতিতে বলা হয়, বসুন্ধরা গ্রুপ ও আনভীরের কাছ থেকে তহবিল গ্রহণের সময় এফএফএসবি তার নৈতিক অবস্থান বজায় রাখতে পারেনি।
এছাড়া, এটিতে আরও বলেছে যে এটি ভবিষ্যতে এফএফএসবি ইভেন্টগুলোতে অংশ নেবে যদি এটি তার নৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে পারে।
এই তিনটি সমিতির বয়কট সত্ত্বেও এফএফএসবি রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
স্পন্সরশিপ নিয়ে তিনটি ফিল্ম সোসাইটির সিদ্ধান্তের বিষয়ে এফএফএসবির সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন বলেন, এত বড় ইভেন্ট আয়োজনের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় এফএফএসবি স্পন্সরশিপের জন্য অনেকের কাছে যোগাযোগ করেছিল এবং বসুন্ধরা গ্রুপ স্পন্সরশিপ নিয়ে এগিয়ে এসেছিল।
তিনি বলেন, এফএফএসবির সদস্যদের তাদের সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে এবং এফএফএসবি তাদের অবস্থানকে স্বাগত জানায়।
অনুষ্ঠানে জহির রায়হান ফিল্ম সোসাইটিসহ দেশের চলচ্চিত্র সংস্কৃতির উৎকর্ষসাধনে বিশেষ অবদানের জন্য শত শত চলচ্চিত্র কাউন্সিলের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্র পরিষদকে 'বেস্ট ফিল্ম কাউন্সিল অব ছয় দশকের পুরস্কার' প্রদান করা হয়।
২০২১ সালের ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া ওই রাতেই আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।
২০২১ সালের সেপ্টেম্বরে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার অন্য আট আসামির বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি পুলিশ।
পরে আনভীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়। তবে পিবিআই এখনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।
আরও পড়ুন: বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ইউএনবির প্রতিনিধি মো. আরজু