সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি ইটোবিকো হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় অন্টারিও প্রদেশের ডান্ডাস স্ট্রিট পশ্চিম হাইওয়েতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিবিড়ের সঙ্গে থাকা বাকি তিনজন নিহত হয়েছেন।
এক টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আর চালকের আসনে থাকা ২১ বছর বয়সী নিবিড় গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: বই মেলা, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস এলাকা
কুমার বিশ্বজিতের ছোটভাই অভিজিৎ কুমার দে মন্ট্রিল থেকে এখন ইটোবিকো হাসপাতালে অবস্থান করছেন।
তিনি বাংলাদেশের গণমাধ্যমে জানান, সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন কুমার বিশ্বজিতের ছেলে। স্থানীয় সময় সকাল ৬টায় কুমার বিশ্বজিতের মেয়ে কানাডায় পৌঁছেছেন।
আরও জানা যায়, নিবিড় কুমারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।
আরও পড়ুন: ‘মুড়ির টিন’ দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন