পাকিস্তান থেকে ইরাকগামী শিয়া তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস ইরানের মধ্যাঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২০ আগস্ট) রাতে দেশটির মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী তেহরান থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে টাফট শহরের বাইরে ঘটা এ দুর্ঘটনায় বাসটিতে ৫১ জন আরোহী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইরানের এক কর্মকর্তা বলেন, বাসের যাত্রীরা সবাই পাকিস্তান থেকে এসেছেন।
আরও পড়ুন: ইরানে বিমান হামলায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দুর্ঘটনাকবলিত বাসটির ছবি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বাসটি মহাসড়কে উল্টে রয়েছে; এর ছাদ ভেঙে গেছে এবং সবগুলো দরজা খোলা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা কাঁচ ও ধ্বংসাবশেষের ভেতর দিয়ে উদ্ধারকারীরা তৎপরতা চালাচ্ছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এই দুর্ঘটনার জন্য বাসের ব্রেক ফেল এবং চালকের মনোযোগের অভাবকে দায়ী করা হয়েছে।
বাসের আরোহীরা পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের লারকানা শহর থেকে এসেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বাস দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। কূটনীতিকরা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করছেন।
এক্সে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন নওয়াজ শরিফ।
এদিকে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে বুধবার ভোরে পৃথক বাস দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।
আরও পড়ুন: ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান