উগান্ডার পূর্বাঞ্চলের ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। বুধবার ওই অঞ্চলের ছয়টি গ্রামের অন্তত ৪০টি বাড়ি চাপা পড়ে।
দুর্ঘটনার পর উদ্ধারকারীদের তৎপরতায় এ পর্যন্ত বেশ কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের পর পার্বত্য জেলা বুলামবুলিতে ভূমিধসের ঘটনা ঘটে। বসতবাড়ি ও কৃষিজমি মিলিয়ে প্রায় ৫০ একর জমি ধসে পড়েছে। এছাড়া আরও অন্তত ১২৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
উগান্ডা রেড ক্রস সোসাইটির মুখপাত্র আইরিন কাসিতা সাংবাদিকদের বলেন, শুক্রবার আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এমবালে হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রেড ক্রস সোসাইটির বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিধসের ফলে ৭৫০ জন বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ২১৬ জন অস্থায়ীভাবে পাশের একটি স্কুলে বসবাস করছেন এবং অন্যরা আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বুলামবুলির আবাসিক জেলা কমিশনার ফাহিরা এমপালানি বলেন, উদ্ধার কাজে সহায়তায় সেনা মোতায়েন করা হয়েছে। মাটি ও পাথরের স্তূপের নিচে আরও লাশ চাপা পড়ে আছে এবং আমরা সেগুলো উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওই এলাকার একজন সাংবাদিক জানিয়েছেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি এক্সক্যাভেটর আনা হবে, কিন্তু রাস্তাগুলো কাদায় ঢেকে যাওয়ায় এবং এখনও বৃষ্টি পড়তে থাকায় তা সম্ভব হচ্ছে না।
বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুর্যোগ সতর্কতা জারি করে বলা হয়, দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে প্রধান সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।