উত্তর গাজাজুড়ে শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে চলা উদ্ধার অভিযানকালে এসব লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় শরণার্থীদের তাঁবু ক্যাম্পে হামলায় অন্তত ২৫ জন নিহত এবং অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হওয়ার একদিন পরই এই হতাহতের ঘটনা ঘটল।
গাজা শহরের আল-আহলি হাসপাতালের পরিচালক ফাদেল নাঈম বলেছেন, তিন ডজনের বেশি মরদেহ তাদের হাসপাতালে পৌঁছেছে।
আরও পড়ুন: রাফায় ১০ ফিলিস্তিনি নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী
এদিকে ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনীর গাজায় সক্রিয় একটি জরুরি পরিষেবা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শহরের পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর জীবিতদের উদ্ধারকালে অন্তত দশটি লাশ তারা টেনে বের করে।
এ ঘটনার পর ইসরায়েল বলেছে, শনিবার তাদের যুদ্ধবিমান গাজায় হামাসের দুটি সামরিক স্থাপনায় আঘাত হানে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
বিবৃতিতে ইসরায়েল আরও জানায়, হামাসকে নির্মূলের উদ্দেশ্যে মধ্য ও দক্ষিণ গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে তারা। এছাড়া ১০ লাখ শরণার্থী আশ্রয় নেওয়া রাফাতেও তাদের ক্রমবর্ধমান চাপ ধরে রেখেছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনের বহির্গমন হল জ্বালিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী