লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের কারণে সরিয়ে নেওয়া ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফেরাতে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির সামরিক বাহিনী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোচস্টেইনকে বলেন, ‘(গাজা সংকটের) কূটনৈতিক সমাধানের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। উত্তর সীমান্তে শান্তি অর্জনের একমাত্র উপায় এখন সামরিক পদক্ষেপ।’
লড়াইয়ের কারণে সীমান্তের উভয় পাশের হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল ও হামাস যুদ্ধ বন্ধে সম্মত হলে তারাও যুদ্ধবিরতি করবে।