গত বছরের ৭ অক্টোবরের ইসরায়েলের দক্ষিণে হামাসের হামলার পর জিম্মি করে নিয়ে যাওয়া এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
বুধবার (২৮ আগস্ট) রাতে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা- শিন বেত এক যৌথ বিবৃতিতে বলেছে, ৭ অক্টোবরের হামলার সময় সেনা সদস্যকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপর বুধবার রাতভর অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে ইসরায়েলে ফেরত আনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত কয়েক মাসের প্রচেষ্টা এবং ব্যাপক গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার পর এ অভিযান চালানো হয়েছে।
তবে নিহতের পরিবারের অনুরোধে ওই তার পরিচয় প্রকাশ করা হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: হামাসের কাছে জিম্মি এক আরব নাগরিককে উদ্ধার করেছে ইসরায়েল
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, ফিলিস্তিনি উপত্যকায় এখনও মোট ১০৭ জন জিম্মি রয়েছে, যাদের প্রায় অর্ধেক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার ইসরায়েল জানিয়েছে, গাজায় সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দক্ষিণ গাজার রাফায় যুদ্ধের সময় তেল আবিবের দক্ষিণে অর ইয়েহুদার বাসিন্দা ১৯ বছর বয়সী আমিত ফ্রিডমান নিহত হয়েছেন। এছাড়া মধ্য ইসরায়েলের নেতানিয়ার বাসিন্দা ইয়োহাই হে গ্লাম (৩২) মধ্য গাজা উপত্যকায় এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।