বৃহস্পতিবার রাতে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি মেডিকেল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান থেকে জাবালিয়া শরণার্থী শিবিরে মাভুহ পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচে ওই বাড়ির আরও বেশ কয়েকজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
তবে গাজার উত্তরাঞ্চলের পাঁচটি এলাকার বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এই অঞ্চলগুলো থেকে ইসরায়েলের ওপর রকেট হামলা চালানো হচ্ছে।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবাননের একটি ভবন থেকে ৩০টি লাশ উদ্ধার
স্থানীয়দের সতর্ক করে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রাই বলেন, ‘নির্দিষ্ট এলাকাকে অতীতে বারবার সতর্ক করা হয়েছে। আমরা আপনাদের অবহিত করছি যে এই অঞ্চলটি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। নিজেদের নিরাপত্তার জন্য অবিলম্বে (গাজার) দক্ষিণে চলে যান।’
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অর্ধেকই নারী ও শিশু বলে জানিয়েছেন তারা।