মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ফোনালাপে গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আলোচনা করেছেন।
শুক্রবার মিশরের রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, দুই নেতা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিশ্চিত এবং বন্দি বিনিময় সহজ করতে নিবিড় প্রচেষ্টাগুলো পর্যালোচনা করেছেন। (যুদ্ধবিরতি আলোচনায়) সংশ্লিষ্ট সব পক্ষকে বাধা অতিক্রম করে একটি চুক্তিতে পৌঁছাতে নমনীয়তা প্রদর্শনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন আল-সিসি ও বাইডেন।
এসময় গাজায় মানবিক সংকট মোকাবিলা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মিশরের প্রেসিডেন্ট।
বিবৃতিতে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জিম্মিদের মুক্তি বিষয়ে চুক্তির আলোচনায় অংশ নিতে কায়রোতে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা এবং মোসাদ গোয়েন্দা সংস্থার প্রধানদের আগমনের বিষয়টিও নিশ্চিত করেছে রাষ্ট্রপতির কার্যালয়।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব সমর্থন করেছেন নেতানিয়াহু: ব্লিঙ্কেন
কাতারের রাজধানী দোহায় গত শুক্রবার গাজার যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের দুই দিনের আলোচনা শেষ হয়। সংঘাত অবসানের লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত করতে তারা এক সপ্তাহের মধ্যে কায়রোতে পুনরায় মিলিত হওয়ার পরিকল্পনা করছে।
ওই আলোচনাকে গঠনমূলক ও ইতিবাচক পরিবেশের দিকে পরিচালিত হয়েছে বলে চিহ্নিত করেছেন মধ্যস্থতাকারীরা। তবে পূর্বসমর্থিত প্রস্তাবের সঙ্গে নতুন শর্ত যুক্ত করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস।
উল্লেখ্য, এবারের কাতার আলোচনায় হামাসের পক্ষ থেকে কেউ অংশ নেয়নি।