নতুন শনাক্তদের মধ্যে ৩৮ জন স্থানীয়ভাবে সংক্রমিত এবং ১৯ জন বিদেশ থেকে আগত।
বেইজিংয়ে ৩৬ জন আক্রান্ত এবং দুজন লিয়াওনিং প্রদেশের বলে জাতীয় স্বাস্থ্য কমিশন নিয়মিত প্রতিবেদনে জানিয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী- শনিবার পর্যন্ত নতুন করে কেউ মারা যায়নি। শনিবার সুস্থ হওয়ার পর দুজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
করোনাভাইরাসে চীনে শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে। ১২৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
কমিশন জানিয়েছে, চীনে এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন।
শনিবার পর্যন্ত চীনে ১ হাজার ৮২৭ বিদেশ থেকে আগত করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ৮৩ জন এখনও হাসপাতালে রয়েছেন। তবে তাদের মধ্যে কারও অবস্থা আশংকাজনক নয়। বিদেশফেরতদের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুজন সন্দেহভাজন রয়েছেন বলে জানিয়েছে কমিশন।
শনিবার পর্যন্ত বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ১ হাজার ১০৯ জন আক্রান্ত হয়েছেন। চারজন মারা গেছেন। এছাড়া ম্যাকাওতে ৪৫ জন আক্রান্ত হয়েছেন। তাইওয়ানে সাতজনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছেন ৪৪৩ জন।
মোট ১ হাজার ৬১ জনকে হংকংয়ে ছাড়পত্র দেয়া হয়েছে। ম্যাকাওয়ে ৪৫ এবং তাইওয়ান সুস্থ হওয়ার পর হাসপাতাল ছেড়েছেন ৪৩১ জন কোভিড-১৯ রোগী।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৬৬৬ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ লাখ ৬৪ হাজার ৯৭৭ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরই করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল এবং রাশিয়া। দেশ দুটিতে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৮ লাখ ৫০ হাজার ৫২৪ এবং ৫ লাখ ১৯ হাজার ৪৫৮ জন।