কারাকাস, ২৯ জুলাই (সিনহুয়া/ইউএনবি)- ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। এর ফলে ২০২৫ থেকে ২০৩১ সাল পর্যন্ত দেশ পরিচালনা করবেন এই নেতা।
সোমবার (২৯ জুলাই) স্থানীয় সময় মধ্যরাতে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচনি পরিষদ (সিএনই)।
৮০ শতাংশ কেন্দ্রের ভোট গণনার পরপরই মাদুরোকে বিজয়ী ঘোষণা করে সিএনই।
আরও পড়ুন: মাদুরোর বদলে ভেনিজুয়েলার বিরোধী নেতা গুয়াইদোকে ইইউ দেশগুলোর সমর্থন
মাদুরোই যে ফের নির্বাচিত হতে চলেছেন, এদিন সকালেই তার ইঙ্গিত পাওয়া যায়। সিএনই প্রেসিডেন্ট এলভিস আমোরোসো এক বিবৃতিতে এমন ইঙ্গিত দেন।
সিএনইর এক বিবৃতিতে বলা হয়েছে, গণনা করা ভোটের মধ্যে ৫১ লাখ ৫০ হাজার ৯২ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস উরুতিয়া পেয়েছেন ৪৪ লাখ ৪৫ হাজার ৯৭৮ ভোট।
ভোটারদের ভোটদানের হার ছিল ৫৯ শতাংশ।