যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি অগ্নিনির্বাপক ট্রাক দুর্ঘটনায় আট দমকলকর্মী আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।
অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির প্রধান ব্রায়ান ফেনেসি বলেন, পোর্টোলা হিলসের ঠিক উত্তরে ক্যালিফোর্নিয়া স্টেট রুট ২৪১-এ ট্রাকটি উল্টে যায়।
এয়ারপোর্ট ফায়ার নামে পরিচিত অরেঞ্জ কাউন্টিতে ভয়াবহ দাবানল মোকাবিলায় ১২ ঘণ্টার শিফটে গাড়িটি একটি গ্রাউন্ড ক্রুকে পরিবহন করছিল।
আরও পড়ুন: নাইজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
ফেনেসি বলেন, রাস্তায় একটি মই থাকায় ট্রাকটি বাঁক নেয়, গার্ড রেলে ধাক্কা লেগে উল্টে যায়।
আহত একজন দমকলকর্মীকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেনেসি বলেন, ‘আমাদের যে কর্মীরা এই মুহূর্তে আমাদের সদর দপ্তরে একটি জটিল দুর্ঘটনার কারণে চাপের মধ্যে রয়েছেন।’
তিনি বলেন, ‘আপনি কেবল ভাবুন যে তাদের ভাই ও বোনের জন্য ফ্রিওয়েতে তাদের এভাবে আহত হতে দেখা কতটা বেদনাদায়ক।’