দাবানল ছড়িয়ে পড়ায় ইকুয়েডরের রাজধানী কিটোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিটোর মেয়র পাবেল মুনোজ বুধবার (২৫ সেপ্টেম্বর) এই ঘোষণা দেন।
শহরের পূর্বাঞ্চলীয় গুয়াপুলো এলাকায় আগুনের ভয়াবহতা নিরূপণের পর কিটোর জরুরি অপারেশন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলটি সাম্প্রতিক বছরগুলোতে সৃষ্ট সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল ছিল। এটি বনাঞ্চলের বিশাল অংশ জ্বালিয়ে দিয়েছে এবং মধ্য-উত্তরাঞ্চলীয় কিটোর ছয়টি বাড়ি ধ্বংস করেছে। দাবানলের কারণে শহরটি ঘন ধোঁয়ায় গ্রাস করেছে।
আরও পড়ুন: পেরুর দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৮
মুনোজ বলেন, ‘এই ঘোষণাটি আমাদের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলোর কাছ থেকে কমপক্ষে অর্ধ মিলিয়ন ডলার সুরক্ষিত করতে সহায়তা করতে পারে, যা ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্রের পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ হবে।’
কর্তৃপক্ষ অবশিষ্ট আগুনের হটস্পটগুলি নিয়ন্ত্রণে কাজ করার পাশাপাশি জরুরি প্রতিক্রিয়া প্রচেষ্টা চালাচ্ছে।