নাইজেরিয়ায় চলতি বছর বন্যায় অন্তত ৩২১ জন নিহত ও ৭ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
রাজধানী আবুজায় বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আনামব্রার গভর্নর চুকউমা সলুডো সাংবাদিকদের বলেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে দীর্ঘ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় আহত হয়েছে আরও প্রায় ২ হাজার ৮৫৪ জন।
ইকোনমিক কাউন্সিলের বৈঠকের ব্রিফিংয়ের উদ্ধৃতি দিয়ে সলুডো বলেন, ‘বন্যার কারণে দেশ একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি হয়েছে। বৃষ্টিপাতের ফলে ব্যাপক বাস্তুচ্যুতি, প্রাণহানি এবং ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস হয়েছে।’
আরও পড়ুন: নাইজেরিয়ায় গির্জায় হামলায় ৫০ জনের বেশি নিহতের আশঙ্কা
তিনি বলেন, নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ৩৪টিই বন্যার কবলে পড়েছে এবং দেশের ৭৭৪টি স্থানীয় সরকার এলাকার মধ্যে ২১৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যায় কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার ৭৪৩ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ২ লাখ ৮১ হাজার ঘরবাড়ি ও ২ লাখ ৫৮ হাজার চাষযোগ্য কৃষিজমি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় দুর্যোগের প্রতিক্রিয়া হিসাবে অর্থনৈতিক কাউন্সিল বন্যার ধ্বংসাত্মক প্রভাব প্রশমিত করার জন্য স্থানীয় জলপথ ও বাঁধগুলোর অবস্থার একটি বিস্তৃত অখণ্ডতা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নৌপথ ড্রেজিংয়ের ব্যাপক কর্মসূচির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেসব গভর্নর তাদের রাজ্যে বন্যা পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন জমা দেননি, তাদেরও অবিলম্বে তা করার আহ্বান জানিয়েছে কাউন্সিল।’