টানা দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্প্রতি সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ওই ঘোষণার তিন দিন পর এ নিয়ে সমর্থকদের মনের অন্ধকার দূর করেছেন প্রেসিডেন্ট নিজেই।
স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণে আসন্ন নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
এগার মিনিটের ওই ভাষণে বাইডেন বলেন, ‘দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করতে আমি নিজেকে যোগ্য বলেই মনে করি। তবে গণতন্ত্রকে বাঁচাতে আমাদের যেকোনো কিছু করার জন্যে প্রস্তুত থাকা উচিৎ। এখানে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছাকে প্রাধান্য দেওয়া উচিৎ নয়।’
আরও পড়ুন: বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস: জরিপ
রবিবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন তিনি। গত ২৭ জুন প্রেসিডেন্সিয়াল ডিবেটে বিপর্যয়কর পারফরম্যান্সের পর তার বয়স ও মানসিক সুস্থতা নিয়ে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির ৩০ জনের বেশি আইনপ্রণেতা প্রকাশ্যে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।
এ বিষয়ে বাইডেন বলেন, ‘এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে, নতুন প্রজন্মের হাতে অগ্রগতির মশাল তুলে দেওয়া। তাই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’
‘এটি আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করার সর্বোত্তম উপায়’ বলেও মন্তব্য করেন তিনি।
আমেরিকা ‘একটি সন্ধিক্ষণে রয়েছে’ উল্লেখ করে ৮১ বছর বয়সী এই রাজনীতিক বলেন, ‘দেশের জনগণ এখন যে সিদ্ধান্ত নেবে, তা আগামী কয়েক দশকের জন্য আমেরিকানদের পাশাপাশি বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে।’
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি। পাশাপাশি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করতে তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করতে আমেরিকানদের প্রতি বাইডেনের আহ্বান
প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে ইতোমধ্যে দলের অসংখ্য নেতার সমর্থন অর্জন করেছেন বলে এসময় জানান হ্যারিস।
তিনি বলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য (প্রেসিডেন্ট) নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হতে আমি ইতোমধ্যে যথেষ্ট সমর্থন পেয়েছি।
এদিকে, বাইডেনের মনোনয়ন প্রত্যাহার ঘোষণার পর বুধবার (২৪ জুলাই) প্রথমবারের মতো নর্থ ক্যারোলিনায় এক নির্বাচনি সমাবেশে অংশ নেন ট্রাম্প।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বাইডেনের কঠোর সমালোচনা করেন তিনি। একটি পোস্টে তিনি লিখেছেন, কুটিল জো বাইডেন ওভাল অফিসে কী যে বললেন, তার বেশিরভাগই বোঝা গেল না।
আরেকটি পোস্টে তিনি বাইডেন ও হ্যারিসকে ‘আমেরিকার জন্য বড় লজ্জা’ বলে অভিহিত করেছেন।
এর আগে, মঙ্গলবার উইসকনসিনের মিলওয়াকিতে নিজের প্রথম নির্বাচনি প্রচার অনুষ্ঠানে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন হ্যারিস। নভেম্বরের নির্বাচনে নিজের ‘স্বাধীনতা, সহানুভূতি ও আইনের শাসন’ বনাম ট্রাম্পের ‘বিশৃঙ্খলা, ভয় ও ঘৃণা’ এর মধ্যে একটিকে বেছে নিতে ভোটারদের আহ্বান জানান তিনি।
বর্তমানে, ভোটারদের কাছে হ্যারিসের সমর্থনের হার উল্লেখযোগ্য হারে বেশি নয়। এমনকি তিনি ট্রাম্পের বিরুদ্ধে জরিপে বাইডেনকেও এখনও সেভাবে ছাড়িয়ে যেতে পারেননি।
রিয়েল ক্লিয়ার পলিটিক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, জাতীয় জরিপে হ্যারিসের চেয়ে গড়ে ১ দশমিক ৭ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প।