উর্দুতে লেখা পোস্টে বলা হয়েছে, ‘ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ছেলের সাথে ভাল সময় কাটাচ্ছেন মালালা ইউসুফজাই। যে নাকি ভবিষ্যতে পাকিস্তানের নেতৃত্ব দেবে।’
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১৯ জুলাই প্রকাশ করা হয়েছে। যা এরইমধ্যে ২০ হাজার বারেরও বেশি বার শেয়ার করা হয়েছে, বলে ক্রিকেট নেক্সট এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে, পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ভাগ্নে ক্রিকেটার ফয়সাল ইকবাল এ দাবি প্রত্যাখ্যান করার পরেই বিভ্রান্তিটি ঘটে।
গত ২২ জুলাই ইকবাল টুইটারে একে মিথ্যা দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে ছবিটিতে ইউসুফজাইকে একজন ইসরায়েলি মানুষের সাথে দেখানো হয়েছে।
ভিডিওতে ইকবাল বলেন, ‘আপনি আপনার সমস্ত পছন্দ, অপছন্দ, হিংসা ও বিদ্বেষকে আলাদা রাখতে পারেন। তবে কাউকে ইহুদি, অমুসলিম বা অ-পাকিস্তান বলতে পারেন না।’
এর আগে, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর ইকবাল তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে ছবিটি প্রকাশ করেছিলেন।
পরে তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ছবিটি দিয়ে গত ১২ জুলাই মালালা ইউসুফজাইয়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন।