পেরুর উত্তরাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার পেরুর লা লিবারতাদ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ (পিএনপি)।
আস্কোপ প্রদেশের চিকামা জেলার একটি সড়কে গ্রান চিমু ও ত্রুজিলো প্রদেশের মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস এবং একটি কৃষি-শিল্প কোম্পানির শ্রমিকদের বহনকারী অন্য একটি গাড়ির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
পিএনপির কমান্ডার কার্লোস ওদ্রিয়া স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে ২৮ জন আহতের খবর আছে। দুটি মোবাইল ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন; তারা আহতদের সহায়তা ও সহায়তা দিচ্ছেন।
দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে গতি বাড়ানোর বিষয়টি অস্বীকার করেনি পিএনপি এবং ঘটনাটি তদন্ত চালিয়ে যাচ্ছে তারা।
আরও পড়ুন: পেরুতে দাবানলে ১৫ জনের মৃত্যু