পেরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্স (ইনডেসি) জানিয়েছে, দেশটিতে সৃষ্ট দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
ইনডেসির রেসপন্স ডিরেক্টর সিজার সিয়েরা বলেন, দাবানলে ১৬৫ জন আহত হয়েছেন এবং দুর্ভাগ্যজনকভাবে এ বছর এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি ঘটেছে।
শুক্রবার ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে ইনডেসির প্রাতিষ্ঠানিক প্রধান হুয়ান উরকারিগুই বলেন, দেশের ৮৩ শতাংশ আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণ ও নির্বাপিত হয়েছে।
আরও পড়ুন: পেরুতে দাবানলে ১৫ জনের মৃত্যু
ভয়াবহ দাবানলের কারণে বুধবার আমাজোনাস, সান মার্তিন ও উকায়ালি অঞ্চলে জরুরি অবস্থা জারি করে সরকার।
উরকারিয়েগুই আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযান সমন্বয় করতে তারাপোতো ও পুকালপা শহরে দুটি কমান্ড পোস্ট মোতায়েন করা হয়েছে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, পেরুর প্রায় ৬০ শতাংশ এলাকা গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত। কৃষিকাজের জন্য শুকনো তৃণভূমি পোড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবের মতো মানবিক ক্রিয়াকলাপের কারণে দেশটিতে আরও ঘন ঘন এবং বিস্তৃত পরিসরে দাবানলের ঘটনা ঘটছে।