ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম অল ইন্ডিয়া রেডিও (এআইআর)।
শনিবার (১০ আগস্ট) থেকে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাতের জেরে তীব্র জলাবদ্ধতার কারণে সোমবার (১২ আগস্ট) ক্ষতিগ্রস্ত সাতটি জেলার স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রবল বৃষ্টিতে জয়পুর, কারাউলি, সাওয়াই মাধোপুর ও দৌসায় রাস্তায় পানি জমে যায়। এরপর জয়পুর, দৌসা, কারাউলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর ও ভরতপুর জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করে প্রশাসন।
প্রশাসনের কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, ভরতপুর জেলার বানগঙ্গা নদীতে ডুবে ৭ যুবকের মৃত্যু হয়েছে। জয়পুরের কাছে কানোটা বাঁধে পা পিছলে গভীর পানিতে পড়ে যান এক ব্যক্তি। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান তার আরও চার বন্ধু।
এছাড়া বিভিন্ন জেলায় বৃষ্টিজনিত ঘটনায় আরও প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আরও পড়ুন: ভারতের দক্ষিণাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫১
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা জয়পুরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কাজ ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আবহাওয়া বিভাগের আগামী দিনগুলোর পূর্বাভাসের ভিত্তিতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন।
এদিকে, রাজস্থানের পূর্বাঞ্চলীয় সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।