গাজা সফরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করে বিশ্বনেতাদের তার সঙ্গে যোগ দিতে এবং এই উদ্যোগকে সমর্থনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ মন্তব্য করেন জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুর।
ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে নিরাপত্তা পরিষদকে গাজা উপত্যকা সফরে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে আমাদের জনগণ কী ভয়াবহতা সহ্য করছে তা স্বচক্ষে দেখার সুযোগ মিলবে।
আরও পড়ুন: গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ২৬৫
আব্বাসের গাজায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত এবং গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ বন্ধে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য নিরাপত্তা পরিষদ সদস্যদের প্রতি আহ্বান জানান মনসুর।
নিরাপত্তা পরিষদের ২৭৩৫ নম্বর প্রস্তাবের শর্ত উল্লেখ করে তিনি বলেন, ‘অপেক্ষার সময় শেষ হয়েছে। এখনই যুদ্ধবিরতি হতে হবে।’
গত সপ্তাহে ফিলিস্তিনি নেতাদের নিয়ে গাজা সফরের অভিপ্রায় ব্যক্ত করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরপর বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় এই সফরের প্রস্তুতি নিতে কমিটি গঠনে একটি ডিক্রিও জারি করেন তিনি। ডিক্রিতে অবশ্য তার সফরের তারিখ উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: রাফায় ইসরায়েলের বিজয় ঘোষণা