গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে নতুন শর্ত ও দাবি যুক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার সশস্ত্র শাসকগোষ্ঠী হামাস।
বিবৃতিতে হামাস বলেছে, রোমে সদ্য অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনার বিষয়ে কী ঘটেছে, সে সম্পর্কে মধ্যস্থতাকারীরা আমাদের অবহিত করেছেন।
মধ্যস্থতাকারীরা যা বলেছেন তা থেকে এটা স্পষ্ট যে, নেতানিয়াহু আবারও নতুন শর্ত ও দাবি যুক্ত করে যুদ্ধবিরতিতে আরও দেরি করার কৌশল অবলম্বন করেছেন।
রোববার (২৮ জুলাই) ইতালির রোমে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসরায়েল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো খসড়া চুক্তির বিষয়ে স্পষ্টতাসহ এ বিষয়ে আলোচনা করেছে।
মূল বিষয়গুলো নিয়ে আগামী দিনগুলোতেও আলোচনা অব্যাহত থাকবে বলে ওই বিবৃতিতে জানানো হয়।