রাশিয়ার দক্ষিণের দাগেস্তান প্রজাতন্ত্রে একাধিক সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সোমবার আরআইএ নভোস্তি এ খবর জানিয়েছে।
রবিবার (২৩ জুন) দাগেস্তানের রাজধানী মাখাচকালা ও উপকূলীয় শহর ডারবেন্টের দুটি অর্থোডক্স গির্জা, একটি ইহুদি উপাসনালয় (সিনাগগ) ও একটি ট্রাফিক পুলিশ পোস্টে এসব হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দাগেস্তান প্রজাতন্ত্রের গভর্নর সের্গেই মেলিকভ বলেছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ডারবেন্টের সিনাগগে হামলার সময় আগুন লাগে। তবে তাও পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে।
এ ঘটনায় ৬ হামলাকারী নিহত হয়েছে জানিয়ে তিনি বলেন, হামলায় জড়িতদের সবাইকে না ধরা পর্যন্ত প্রশাসন অভিযান চালিয়ে যাবে।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, এ ঘটনার পর মামলা হয়েছে। এছাড়া ঘটনার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দাগেস্তানে একটি সন্ত্রাসবিরোধী অভিযান ব্যবস্থা চালু করা হয়েছে।
উত্তর ককেশীয় অঞ্চলে অবস্থিত দাগেস্তান রাশিয়ার ভাষাগত এবং জাতিগতভাবে বৈচিত্র্যময় অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।
হামলার পর কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে দেশটির ইহুদি সম্প্রদায়কে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন রাশিয়ার ইহুদি সম্প্রদায়ের সংগঠনের প্রেসিডেন্ট আলেকজান্ডার বোরোদা।
এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাখাচকালা এবং ডারবেন্টে সমস্ত বিনোদন অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।