সার্বিয়ার উত্তরাঞ্চলের শহর নোভি সাদে রেলস্টেশনের সামনের একটি কংক্রিটের প্ল্যাটফর্মের ছাদ ধসে হতাহতের ঘটনার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির নির্মাণ, পরিবহন ও অবকাঠামোমন্ত্রী গোরান ভেসিচ।
স্থানীয় সময় শুক্রবার বিকালে ঘটা এ ঘটনায় ১৪ জন নিহত ও তিনজন আহত হন।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে হতাহতদের প্রতি সমবেদনা জানান ভেসিচ।
তিনি বলেন, ‘দুর্ঘটনার দিনই আমি পদত্যাগের কথা জানাই। আগামীকাল সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে আমি পদত্যাগপত্র জমা দেব।’
দুর্ঘটনায় নিহতদের স্মরণে গত ২ নভেম্বর জাতীয় শোক দিবস ঘোষণা করে সার্বিয়া সরকার।
আরও পড়ুন: সার্বিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৩