২০১৭ সালের পর ফের পশ্চিম তীরে বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল।
বুধবার (১৪ আগস্ট) এই পরিকল্পনার ঘোষণা করেছে ইসরায়েলের বেসামরিক প্রশাসন।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জেরুজালেমের দক্ষিণ-পশ্চিমে ফিলিস্তিনি শহর বেথেলহেমের কাছে প্রায় ১৪৮ একর (প্রায় ৬ লাখ বর্গমিটার) জায়গাজুড়ে নতুন বসতি স্থাপন করা হবে।
টাইমস অব ইসরায়েল বলেছে, বসতি স্থাপনের পরিকল্পনা ও নির্মাণের অনুমতি পেতে সময় লাগবে বলে নির্মাণকাজ শুরু হতে আরও কয়েক বছর লাগতে পারে।
এদিকে, বসতি স্থাপনের বিরোধিতাকারী সংগঠন পিস নাউ সতর্ক করে বলেছে, পরিকল্পনা বাস্তবায়ন হলে নাহাল হেলেটজ ফিলিস্তিনি অঞ্চলের একটি ছিটমহল হবে। এতে ওই অঞ্চলে সংঘাত শুরু হবে যা সেখানকার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত প্রাচীন কৃষি সোপানের জন্য পরিচিত ফিলিস্তিনি গ্রাম বাত্তিরের জমিতে বসতিটি নির্মাণ করা হবে বলেও তারা উল্লেখ করেছে।
আরও পড়ুন: আসন্ন গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে না হামাস