সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি শহরের একটি বাড়িতে আগুন লেগে চার শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
রাজধানী বেলগ্রেদ থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে নোভি সাদে স্থানীয় সময় শুক্রবার ভোর ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির জরুরি বিভাগের এক চিকিৎসক রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটিএসকে বলেছেন, মেডিকেল টিম যখন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে সবাই মারা গেছেন।
এদিকে সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা দাচিচ এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক স্কুটারে চার্জ দেওয়ার মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
নিহত শিশুদের বয়স দুই থেকে সাত বছরের মধ্যে বলে জানিয়েছেন দাচিচ। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তবে ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য।
এক বিবৃতিতে দাচিচ বলেন, ‘এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি এবং পুরো সার্বিয়া এই পরিবারের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত।’
‘দমকল কর্মীরা পেশাদারত্বের সঙ্গে সাড়া দিয়েছেন এবং জরুরি কল পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন।’
নোভি সাদ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত পরিবারটির জন্য একদিনের শোক পালন করা হবে। তবে এর জন্য তাৎক্ষণিক কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।